সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
মেটলাইফ ও মাস্টারকার্ডের সহযোগিতায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের ইন্সুরেন্স কার্ড চালু
মেটলাইফ ও মাস্টারকার্ডের সহযোগিতায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের ইন্সুরেন্স কার্ড চালু। ছবি- প্রতিষিদ্ধ

মেটলাইফ ও মাস্টারকার্ডের সহযোগিতায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের ইন্সুরেন্স কার্ড চালু

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : May 11, 2023 | ব্যাংক

যুক্তরাষ্ট্র ভিত্তিক জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ এবং মাস্টারকার্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে দেশের প্রথম ইন্সুরেন্স কার্ড চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে কার্ডহোল্ডাররা দৈনন্দিন আর্থিক সেবার পাশাপাশি ইন্স্যুরেন্স সুবিধাও উপভোগ করতে করবেন। স্ট্যান্ডার্ড চার্টার্ডের মাধ্যমে কার্ডহোল্ডাররা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ছাড়াই মেটলাইফের স্বাস্থ্য ও জীবন বীমা প্ল্যানের বিভিন্ন সুবিধা পাবেন। 

প্রথম বছরে কোনো প্রকার বার্ষিক ফি ছাড়াই কার্ডটি ব্যবহার করা যাবে। কার্ডহোল্ডাররা চিকিৎসা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি মৃত্যু ও অন্যান্য স্বাস্থ্য জটিলতায় ৫ লাখ টাকা পর্যন্ত বীমা সুবিধা পাবেন। এছাড়া, হাসপাতালে থাকার ক্ষেত্রে দৈনিক ৩ হাজার টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স সুবিধা দিবে কার্ডটি। সারাদেশের নির্দিষ্ট কিছু স্বাস্থ্যকেন্দ্রে এই কার্ডটি ব্যবহার করে ৩৫% পর্যন্ত ছাড় দেয়া হবে। আরও থাকছে বিনামূল্যে প্রায়োরিটি পাস, বিমানবন্দর লাউঞ্জ এবং বিভিন্ন রেস্তোরাঁয় ‘একটি কিনলে একটি ফ্রি’ অফারসহ অন্যান্য সুবিধা। 

রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয় বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড সবসময় গ্রাহকদের জীবনমান উন্নত করতে এবং ভবিষ্যত সুরক্ষা নিশ্চিতে সাহায্য করে থাকে।

মাস্টারকার্ড বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং মেটলাইফ অ্যাসুরেন্স ক্রেডিট কার্ড চালুর মাধ্যমে কার্ডহোল্ডারদের জন্য সেরা সুবিধা নিশ্চিতের মাস্টারকার্ডের প্রতিশ্রুতি ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে। 

দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ২০২২ সালে ২৫টিরও বেশি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অর্জন করেছে। 

 

প্রতিষিদ্ধ/এমএ