শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
স্ত্রীর যন্ত্রণায় পোশাক শ্রমিকের আত্মহত্যার চেষ্টা
স্ত্রীর যন্ত্রণায় পোশাক শ্রমিকের আত্মহত্যার চেষ্টা । ছবি: প্রতিনিধি

স্ত্রীর যন্ত্রণায় পোশাক শ্রমিকের আত্মহত্যার চেষ্টা

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশের সময় : March 21, 2023 | দুর্ঘটনা

ঢাকার সাভারে একটি পোশাক কারখানার ১০তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টার সময় মো. হেলাল বিশ্বাস (২৩) নামের এক পোশাক শ্রমিককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পরে তাকে কারখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. হেলাল বিশ্বাস একই এলাকার একটি কারখানায় অপারেটর পদে কাজ করেন। তার গ্রামের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার মহাজন এলাকায়। তার বাবার নাম ফারুক বিশ্বাস।

সোমবার সাভারের হেমায়েতপুর এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন একেএইচ টাওয়ার নামের একটি পোশাক কারখানা ভবনের ছাদে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, ছেলেটি কিছুদিন আগে বিয়ে করে কিন্তু স্ত্রীর সাথে মনমালিন্য দেখা দেয়ায় স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়িতে চলে যায়। এর প্রেক্ষিতেই মানসিক চাপ থেকে আত্মহত্যার চেষ্টা করে সে।

এ ব্যাপারে, সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমিসহ আমাদের একটি টিম ঘটনাস্থল যাই। পরে সেখান থেকে ওই যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করে কারখানা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করি।

একেএইচ গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মো. হুমায়ুন বলেন, দুপুরে হেমায়েতপুরে আমাদের একেএইচ গ্রুপের একেএইচ টাওয়ার নামক একটি বহুতল ভবনের ছাদ থেকে আমাদের একজন শ্রমিক লাফিয়ে পরে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি আমাদের নিরাপত্তা কর্মীরা দেখতে পেয়ে আমাদের খবর দিলে আমরা তাকে সেখান থেকে নামানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের একটি টিম এসে সেখান থেকে ওই শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হয়।