শনিবার, মে ১৮, ২০২৪
ইআবির ‘মাদরাসায় শিক্ষার পরিবেশ’ শীর্ষক সেমিনার
ইআবির ‘মাদরাসায় শিক্ষার পরিবেশ’ শীর্ষক সেমিনার

ইআবির ‘মাদরাসায় শিক্ষার পরিবেশ’ শীর্ষক সেমিনার

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : March 22, 2022 | শিক্ষাঙ্গন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র কর্তৃক ‘মাদরাসায় শিক্ষার পরিবেশ’ শীর্ষক সেমিনার এর আয়োজন করা হয়েছে। ২১ মার্চ সকাল ১০টায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম সেন্টারে এ আয়োজন করা হয়। উক্ত সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষাসচিব মো: নজরুল ইসলাম খান ও ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে আলোচক হিসেবে সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস. এম. এহসান কবীর। এছাড়াও সেমিনারে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত এবং প্রাথমিক পাঠদানপ্রাপ্ত সকল ফাজিল স্নাতক ও কামিল মাদরাসার অধ্যক্ষবৃন্দ অংশগ্রহণ করেন।  মো: নজরুল ইসলাম খান তাঁর বক্তব্যে মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে  প্রধানমন্ত্রী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তবে ইসলামিক শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে মূখ্য ভূমিকা রাখতে হবে মাদরাসার শিক্ষকদেরই। এ ক্ষেত্রে ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের আজকের এই ‘মাদরাসায় শিক্ষার পরিবেশ’ শীর্ষক সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। এসময় মাদরাসায় শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক ও মননশীল হওয়ার বিষয়ে উপস্থিত অধ্যক্ষদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন । এসময় সেমিনারে আমন্ত্রিত অধ্যক্ষদের মধ্য থেকেও অনেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে, সেমিনারে উপস্থিত সকল অতিথিরা ধানমন্ডি ৩২ এ অবস্থিত  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করে পুষ্প স্তবক অর্পণ করেন।