মঙ্গলবার, মে ১৪, ২০২৪
বিগত ৫০ বছরে আজ সবচেয়ে নীরব কমলাপুর রেল স্টেশন
আজ ১১ জুলাই রোববার কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র

বিগত ৫০ বছরে আজ সবচেয়ে নীরব কমলাপুর রেল স্টেশন

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : July 11, 2021 | ঢাকা

এমন নীরবতা কমলাপুর রেলস্টেশনে আগে কেউ কখনও দেখেনি

চারদিকে শুনশান নিরবতা, যেন কোন এক প্রত্নতাত্বিক জমিদার বাড়ি। কিছু বছর আগে হয়ত এ স্থানকে কেন্দ্র করে একটি সভ্যতা গড়ে উঠেছিল।  বিগত ৫০ বছরে‌র ইতিহাসে কমলাপুর রেল স্টেশন এমন নিরব ও ফাঁকা দেখা যায়নি বলে মন্তব্য করেছেন ষাটউর্ধ্ব প্রতক্ষদর্শীরা। যারা যুগ যুগ ধরে এ রেল স্টেশনকে জনসমাগম মুখর দেখে এসেছেন। যে স্টেশনে দিন-রাত সর্বদা হাজার হাজার মানুষের পদধ্বনিতে মুখরিত থাকতো করোনা মহামারি পরিস্থিতির কারণে এমন করুণ দৃশ্য প্রদর্শিত হচ্ছে দেশের সর্ববৃহৎ এ রেলওয়ে স্টেশনে। আজ ১১ জুলাই বুধবার এ চিত্র দেখা যায়। এমন নীরবতা কমলাপুর রেলস্টেশনে আগে কেউ কখনও দেখেনি। 


পূর্বের সংবাদ
পরের সংবাদ