মঙ্গলবার, মে ১৪, ২০২৪
আইসিএসবির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
আইসিএসবির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আইসিএসবির উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : February 22, 2022 | ঢাকা

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।ঢাকা রিজিওনাল চ্যাপ্টার (ডিআরসি)সাব কমিটি, আইসিএসবি উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি শুরু হয় ভোরে সূর্য উদয়ের পর জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এর মাধ্যমে। আইসিএসবির কাউন্সিল সদস্য, সদস্যএবং কর্মকর্তাদেরঅংশগ্রহনেভাষাশহীদদেররূহেরমাগফেরাতকামনাকরেবিশেষদোয়ারআয়োজনকরাহয়।বর্তমান কোভিড-১৯ অবস্থার প্রেক্ষিতে এ বছর সীমিত সংখ্যক সদস্যদের নিয়ে একটি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। 
      
সন্ধ্যায় “২১-শে ফেব্রুয়ারি বাঙ্গালী জাতির অহংকার” শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানের উদ্বোধন করেন ইসরাত জাহান রিমি এফসিএস। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরসি-র চেয়ারম্যান ও আইসিএসবি কাউন্সিল সদস্য মোঃ জাহাঙ্গীর আলম মানিক এফসিএস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আজিজুর রহমান এফসিএস। তিনি এই অনুষ্ঠান আয়োজনের জন্য মোঃ জাহাঙ্গীর আলম মানিক এফসিএসকে ধন্যবাদ জানান। এক সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ আজিজুর রহমান এফসিএস বলেন, ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জন্য একটি তাৎপর্যপূর্ণ দিন যা ভাষায় বর্ণনা করা যাবে না। তিনি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাইসপ্রেসিডেন্ট, মোঃ সেলিম রেজা এফসিএ,এফসিএস, এম নুরুল আলম এফসিএস, কাউন্সিল সদস্য, মোঃ শফিকুল আলম এফসিএমএ, এফসিএ, এফসিএস, কাউন্সিল সদস্য, ইনস্টিটিউটের ফেলো ও এসোসিয়েট সদস্যবৃন্দ এবং আইসিএসবির কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় উল্লেখযোগ্য সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।