বৃহস্পতিবার, মে ২, ২০২৪
মিথিলা টেক্সটাইলের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিলো গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 
মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজাহার খান

মিথিলা টেক্সটাইলের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিলো গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : December 18, 2021 | রফতানি

বিশ্বে শিল্পোন্নয়নের ইতিহাসে পরিবেশ দূষণের ক্ষেত্রে টেক্সটাইল ও ডাইং সেক্টর অন্যতম। এ সেক্টরকে পরিবেশ দূষণের ক্ষেত্রে রেড ক্যাটাগরি বা সর্বোচ্চ বিপজ্জনক শ্রেণিতে বিবেচনা করা হয়। প্রচলিত এ ধারণার সম্পূর্ণ বিপরীতে নিজেদের প্রমাণ করেছে মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শীর্ষস্থানীয় রপ্তানীমূখী প্রতিষ্ঠান মিথিলা টেক্সাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বঙ্গবন্ধু গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড লাভ করেছে। গত ৮ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।  এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে আরো গৌরবোজ্জ্বল ও স্মরণীয় করে রাখতে এবার প্রথমবারের মতো মিথিলা টেক্সাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ এ স্বীকৃতি পেয়েছে তৈরি পোশাক খাতের ১৫টি কারখানা।
মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজাহার খান বলেন, মিথিলা টেক্সটাইল লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট মেশিনারিজ, এনভারয়নমেন্ট সেট, নিরাপদ ও শোভন কর্মপরিবেশে পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ শ্রমশক্তি ব্যবহারের মাধ্যমে অত্যাধুনিক ফেব্রিক্স তৈরি করছে। বঙ্গবন্ধু গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড মিথিলা টেক্সটাইলের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে।
২০০২ সালে প্রতিষ্ঠিত মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড মিথিলা গ্রুপ দ্বারা পরিচালিত। সমগ্র এশিয়া মহাদেশের একমাত্র টেক্সটাইল শিল্প একমাত্র পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন শিল্প কারখানা। মিথিলা টেক্সটাইল ২০১৮ সালে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল  দ্বারা প্রদত্ত ' এলইইডি প্ল্যাটিনাম সার্টিফিকেট' অর্জন করে। বিষাক্ত পদার্থ নির্গত না করার জন্য উক্ত সার্টিফিকেট প্রদান করা হয়। 
বিশ্বে শিল্পোন্নয়নের ইতিহাসে পরিবেশ দূষণের ক্ষেত্রে টেক্সটাইল ও ডাইং সেক্টর অন্যতম। এ সেক্টরকে পরিবেশ দূষণের ক্ষেত্রে রেড ক্যাটাগরি বা সর্বোচ্চ বিপজ্জনক শ্রেণিতে বিবেচনা করা হয়। প্রচলিত এ ধারণার সম্পূর্ণ বিপরীতে নিজেদের প্রমাণ করেছে মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটি ওভেন টেক্সটাইল ডাইংয়ে সারাবিশ্বের প্রথম পরিবেশবান্ধব প্লাটিনাম গ্রিন কারখানা। রাজধানী ঢাকার উপকণ্ঠে অজপাড়াগাঁয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারার অন্যতম পুরোধা শিল্পোদ্যোক্তা খান পরিবারের সদস্যরা প্রতিষ্ঠা করেন লিড প্লাটিনাম ওভেন টেক্সটাইল ডাইং কারখানাটি। 
রপ্তানিমুখী মিথিলা গ্রুপের এ কারখানাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১৫ সালে এবং এটি পরিপূর্ণভাবে উৎপাদন শুরু করে ২০১৯ সালের প্রথমদিকে। কারখানাটি স্থাপনে নেওয়া হয়েছে ৩৬ বিঘা জমি। এর ৫০ শতাংশ জায়গাই ফাঁকা, যেখানে বনায়ন করা হয়েছে। তিন বিঘার মধ্যে রয়েছে বিশাল একটি পুকুর। শেডের ওপরের বৃষ্টির পানি সরাসরি পুকুরে পড়ে। স্বচ্ছ জলধারার এ পুকুরের পানি বাগান ও অগ্নিনির্বাপণ কাজে ব্যবহারের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া এই পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছে। পর্যাপ্ত খোলা জায়গা রেখে বাকি জায়গার ওপর গড়ে তোলা হয়েছে কারখানা ভবন। এখানে আছে শ্রমিকদের জন্য সর্বোচ্চ ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। মিথিলা টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেড মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এবং লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইনের (লিড) সনদপ্রাপ্ত সর্বশ্রেষ্ঠ গ্রিন স্ট্যাটাস প্লাটিনাম ক্যাটাগরি ওভেন ফেব্রিক্স ডাইংয়ের এ কারখানাটি সারাবিশ্বে এখন পর্যন্ত প্রথম এবং একমাত্র সব ক্যাটাগরির শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে পঞ্চম শ্রেষ্ঠ গ্রিন ক্যাটাগরির প্রতিষ্ঠান। 
মিথিলা টেক্সটাইল যেসব অত্যাধুনিক ফেব্রিক্স তৈরি করছি, বাংলাদেশে এর আগে কেউ তৈরি করতে পারেনি। আমাদের লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট মেশিনারিজ, এনভারয়নমেন্ট সেট, গ্রিন ফ্যাক্টরি পরিবেশের কোনো ক্ষতি না করে ওভেন ডাইংয়ের এ ফ্যাক্টরিতে অত্যাধুনিক ফেব্রিক্স তৈরি করা হচ্ছে। আমার বিশ্বাস, মিথিলা বাংলাদেশকে বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করবে।
 


পূর্বের সংবাদ
পরের সংবাদ