সোমবার, মে ১৩, ২০২৪
বিজয়ের সূবর্ণ জয়ন্তীতে এবি পার্টি’র বিজয় শোভাযাত্রা ও  স্মৃতিসৌধে শ্রদ্ধা
বিজয়ের সূবর্ণ জয়ন্তীতে এবি পার্টি’র বিজয় শোভাযাত্রা ও স্মৃতিসৌধে শ্রদ্ধা

বিজয়ের সূবর্ণ জয়ন্তীতে এবি পার্টি’র বিজয় শোভাযাত্রা ও স্মৃতিসৌধে শ্রদ্ধা

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : December 16, 2021 | বাংলাদেশ

মহান বিজয়ের ৫০ তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি) ঢাকায় বিজয় শোভাযাত্রা, জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা, গণ-সঙ্গীত সহ দেশব্যাপী নানান কর্মসূচি পালন করে। সকাল ১১ টায় দলের প্রধান কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রা সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দলের প্রধান কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শোভাযাত্রা উদ্বোধন করেন মহান মুক্তিযুদ্ধে স্বজন হারানো বিশিষ্ট শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া বিষয়ক সাবেক উপদেষ্টা প্রফেসর ডা. মোজাহেরুল হক।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মন্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএম নাজমুল হক, সহকারী সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আমিনুল ইসলাম এফসিএ, এবিএম খালিদ হাসান, আনোয়ার সাদাত টুটুল, এম আমজাদ খান, প্রকৌশলী মো. লোকমান, বেবী পাঠান, আলতাফ হোসেন, অ্যাডভোকেট সাঈদ নোমান, কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম খোকন, এম ইলিয়াছ আলী, গাজী নাসির, তফাজ্জল হোসেন রমিজ, ফিরোজ কবির, সুলতানা রাজিয়া, আফ্রিদ হাসান তমাল, আমেনা বেগম, আব্দুল হালিম নান্নু, ইঞ্জিনিয়ার আলমগীর হেসেন, মাসুদ জমাদ্দার রানা, শাহজাহান বেপারী, আল আমিন প্রিন্স, মিনহাজুল আবেদীন শরীফ, রাবেয়া আক্তার সাথী প্রমূখ। 

শোভাযাত্রা উদ্বোধনকালে প্রফেসর ডা. মোজাহেরুল হক বলেন মহান মুক্তিযুদ্ধে আমাদের যে অঙ্গীকার ছিল তা নানা কারণে আমরা ভঙ্গ করেছি। বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম কে সে অঙ্গীকারের কথা জানাতে হবে এবং তাদেরকে সে অঙ্গীকার পূরণের জন্য উদ্বুদ্ধ করতে হবে। তিনি সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিজয় শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষনা করেন। 

এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে মটর সাইকেল, বাস ও খোলা ট্রাকে করে জাতীয় পতাকা শোভিত বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাকা মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেল ৪ টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছায়। জাতীয় সঙ্গীত, মিছিল ও দেশের গান গাইতে গাইতে এবি পার্টির নেতা-কর্মীরা সাভার স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। 
এ সময় এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মন্জু উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন- বিজয়ের ৫০ বছর বাংলাদেশের মানুষের জন্য এক ঐতিহাসিক মূহুর্ত। সকল হতাশা দুর করে এ ঐতিহাসিক মুহুর্তে দেশ মেরামতের জন্য আমাদেরকে শপথ নিতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, দুই শ্রেণীর মানুষ আমাদের বিজয় ও স্বাধীনতার অর্জন কে ম্লান করেছে। এক শ্রেণী হল তারা, যারা ক্ষমতা পেলে বার বার আমাদের উপর আইউব-ইয়াহিয়া’র মত স্বৈরশাসন চাপিয়ে দেয়। গত ৫০ বছর ধরে এরা আমাদের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং তাদের দূঃশাসন ও দুর্নীতিতে এই দেশটা মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি।
অন্যপক্ষ হলো তারা, যারা টিক্কা খান চক্র কে সমর্থন করে এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। আজকের দূঃশাসকদের ব্যর্থতার সূত্র ধরে সুযোগ পেলেই এই শ্রেনী ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে যে দেশের স্বাধীনতাকে সমর্থন না করে তারা ঠিকই করেছিল।