শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
বাজুসের প্রথম মিডিয়া অ্যাওয়ার্ড পেল যারা
বাজুসের প্রথম মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়া ৯ সাংবাদিক

বাজুসের প্রথম মিডিয়া অ্যাওয়ার্ড পেল যারা

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : February 10, 2024 | গণযোগাযোগ ও গণতন্ত্র

গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের স্বর্ণশিল্পের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ‘বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩’ পেলেন নয় সাংবাদিক।

৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ৩ দিন ব্যাপী বাজুস মেলার উদ্বোধনী দিনে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলের অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়।

অ্যাওয়ার্ড তুলে দেন জুরি বোর্ডের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

বাজুস মিডিয়া অ্যাওয়ার্ডের তিন ক্যাটাগরিতে মোট ৯ সাংবাদিক পুরস্কার পেয়েছেন। অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে প্রথম হয়েছেন একুশে পত্রিকা ডটকমের প্রধান প্রতিবেদক শরীফুল ইসলাম। দ্বিতীয় স্থান অর্জন করেছেন ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার এফ এম আব্দুর রহমান। তৃতীয় হয়েছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মো. আবু সাইদ।

টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন, চ্যানেল টোয়েন্টিফোর এর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ শাহরিয়ার আরিফ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন বাংলাভিশনের নিজস্ব প্রতিবেদক ফখরুল আহমেদ বাবু। তৃতীয় স্থান অর্জন করেছেন গাজী টিভির রিপোর্টার তৌহিদুর রহমান।

প্রিন্ট পত্রিকা ক্যাটাগরিতে প্রথম হয়েছেন দৈনিক জনকণ্ঠের বাণিজ্য সম্পাদক রহিম শেখ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন বিজনেস পোস্টের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন কালবেলা পত্রিকার বাণিজ্য সম্পাদক শাহ আলম খান।  

বিজয়ীরা ক্রেস্ট ও এক লাখ টাকা সমমূল্যের স্বর্ণপদক পেয়েছেন।

আরো দেখুন: 

১০ ব্যবসায়ীকে অ্যাওয়ার্ড প্রদান করলো এফবিসিসিআই

প্রতিষিদ্ধ/এসএম