শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
দেবপুর মাদরাসার শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা
দেবপুর মাদরাসার শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

দেবপুর মাদরাসার শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

ফেনী প্রতিনিধি
প্রকাশের সময় : January 14, 2024 | শিক্ষাঙ্গন

ফেনীর ছাগলনাইয়ায় দেবপুর সিনিয়ার মাদরাসা মনুরহাট এর শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত মিলনমেলার এক সর্বাত্মক প্রস্তুতি সভা শনিবার অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উক্ত মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমদ মজুমদার। প্রস্তুতি কমিটির সদস্য সচিব প্রকৌঃ এম. হোসাইন পাটোয়ারী মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা দিদারুল আলম মজুমদার। 

সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক হাসান মাহমুদ, অধ্যাপক মোহাম্মদ উল্লাহ, মাষ্টার মোতাহের হোসেন লিটন, মাওলানা শেখ মহিউদ্দীন পাটোয়ারী, মাওলানা ইব্রাহিম চেয়ারম্যান, মাওলানা আজিজ উল্লাহ, ছাইদুল হক ভূঁইয়া, আমীন আহমেদ, মাওলানা নুরুল আবছার, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মাহফুজুর রহমান, নাছির উদ্দিন, মাওলানা রশিদ আহমদ শাহীন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আমরা উক্ত মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সাথে একটি সেতুবন্ধন তৈরির উদ্দেশ্যে আগামী ১৭ ফেব্রুয়ারি ২৪ ইং তারিখ মাদ্রাসা ক্যাম্পাসে সবাই মিলিত হবো ইনশাআল্লাহ। এই উদ্যেশ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম ব্যাপক সাড়া জাগিয়েছে। এতে শিক্ষা মন্ত্রী মহোদয় ও স্থানীয় এমপি মহোদয়কে প্রধান অতিথি এবং প্রধান বক্তা হিসেবে পাওয়ার সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন। মাদ্রাসা কমিটির সহ-সভাপতি ও মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শিল্পপতি মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য উক্ত মিলনমেলা শেষে বর্ণাঢ্য ইসলামী কনসার্ট এর আয়োজন হবে। 

আরো দেখুন:

প্রাথমিকে এসএসসি-এইচএসসি পাস শিক্ষকের সংখ্যা কত?

প্রতিষিদ্ধ/এমএম