বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
কলেজ শিক্ষকের সঙ্গে ছাত্রীর ‘ব্যক্তিগত আলাপ’ ভাইরাল
কলেজ শিক্ষকের সঙ্গে ছাত্রীর ‘ব্যক্তিগত আলাপ’ ভাইরাল

কলেজ শিক্ষকের সঙ্গে ছাত্রীর ‘ব্যক্তিগত আলাপ’ ভাইরাল

প্রতিষিদ্ধ প্রতিবেদক
প্রকাশের সময় : April 16, 2023 | শিক্ষাঙ্গন

ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজের এক শিক্ষকের সঙ্গে ছাত্রীর ব্যক্তিগত কথপোকথনের চ্যাটের একাধিক স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ১৫ এপ্রিল শনিবার দুপুরে‘তৃপ্তি রহমান’ নামে ফেসবুকের একটি আইডি থেকে এসব চ্যাটের স্ক্রিনশট বিভিন্ন গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়ে। জানা যায়, চ্যাটে আলাপকারী শিক্ষকের মাহির আসেফ পুলক। তিনি রাজউক উত্তরা মডেল কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ভাইরাল হওয়া চ্যাটে দেখা যায়, গত ১৩ মার্চ মেসেঞ্জারে তাদের প্রথম কথপোকথন শুরু হয়। এসময় ওই ছাত্রী শিক্ষক পুলককে তাদের কোচিংয়ে একটি ব্যাচ শুরু করার কথা বলেন। পরে তাদের মধ্যে বিভিন্ন আলাপচারিতার পর তা প্রেমের সর্ম্পকে রূপ নেয়। এদিকে, ‘তৃপ্তি রহমান’ নামের আইডি থেকে দাবি করা হয়, শিক্ষক পুলক এবং ওই ছাত্রীর মধ্যে প্রেমের সর্ম্পক থাকার পরও তারা উভয়েই দ্বিতীয় সম্পর্কে জড়ায়। তাছাড়া এসব ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট সবার সামাজিক যোগাযোগমাধ্যম এবং মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

তবে অনেকেই ধারণা করছেন, ওই ছাত্রীর আইডি থেকে চ্যাটের স্ক্রিনশটগুলো নেয়া হয়েছে। তাই এ ঘটনায় ওই ছাত্রী কিংবা ছাত্রী পরিচিত কেউ জড়িত থাকতে পারেন। অথবা বহুমুখী প্রেমের সম্পর্ক থাকায় তাদের মধ্য থেকেই কেউই তা ছড়াতে পারেন।

এ প্রসঙ্গে সন্ধ্যায় রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম বাহাউদ্দিন জানান, ঘটনাটি সর্ম্পকে আমরা এখনও বিস্তারিত জানি না। তথ্য প্রমাণে যদি ওই শিক্ষক যদি অভিযুক্ত হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।