বুধবার, অক্টোবর ১৬, ২০২৪
বাজুস উইমেন অ্যাওয়ার্ড পেলেন মুক্তা
পূরবী জুয়েলার্সের পরিচালক মুক্তা রানী ঘোষ।

বাজুস উইমেন অ্যাওয়ার্ড পেলেন মুক্তা

প্রতিষিদ্ধ ডেস্ক
প্রকাশের সময় : March 14, 2023 | গণমানুষের কথা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাজুস উইমেন অ্যাওয়ার্ড পূরবী জুয়েলার্সের পরিচালক মুক্তা রানী ঘোষ। মঙ্গলবার বিকালে রাজধানীর পান্থপাথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বাজুস কার্যালয়ে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন অ্যাফেয়ার্স আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীর। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহান। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ফরিদা হোসেনে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন অ্যাফেয়ার্সের ভাইস-চেয়ারম্যান সোহানা রউফ চৌধুরী। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন অ্যাফেয়ার্সের সদস্য তাসনিম নাজ মোনা মূল বক্তব্য উপস্থাপন করেন ।

স্বর্ণশিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে ৭০ জন নারী উদ্যোক্তাকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দ্বিতীয়বারের মতো বাজুস উইমেন অ্যাওয়ার্ড দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।