শনিবার, এপ্রিল ২০, ২০২৪
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এমপ্লয়ার অ্যাপ্রিসিয়েশন ইভনিং
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এমপ্লয়ার অ্যাপ্রিসিয়েশন ইভনিং

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এমপ্লয়ার অ্যাপ্রিসিয়েশন ইভনিং

প্রতিষিদ্ধ ডেস্ক
প্রকাশের সময় : March 07, 2023 | নিজস্ব সংবাদ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিস অফ ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশনস (অকসার) সম্প্রতি রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ এমপ্লয়ার অ্যাপ্রিসিয়েশন ইভনিং ২০২৩" শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে।

গত বাইশ বছরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে কর্মজীবনে পদার্পনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালনকারী সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো পড়ুন: গোপনে কাপড় বদলানোর ভিডিও ধারণ করে ৬ মাস ধরে ধর্ষণ

৫০টিরও বেশি বিখ্যাত প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ, পিএইচডি, রেজিস্ট্রার ড. ডেভিড ড্যাউল্যান্ড, ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর স্যাং লি, পিএইচডি, এবং ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর অ্যাসোসিয়েট অধ্যাপক ও চেয়ারপার্সন ড. সাদিয়া হামিদ কাজী। সঞ্চালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

শুধুমাত্র চাকরি প্রদানই নয় বরং শিক্ষার্থীদের তাদের পেশাজীবনে বিভিন্ন গুণাবলীর বিকাশ এবং চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে সহায়তা করায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ সেখানে ইন্ডাস্ট্রি পার্টনার এবং নিয়োগদাতাদের প্রশংসা করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারে ড. ডেভিড ড্যাউল্যান্ড একটি প্রেজেন্টেশনের মাধ্যমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সার্বিক চিত্র উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ তাজদিন হাসান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাথে তার যাত্রার গল্প তুলে ধরেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং সান্ধ্যভোজের মাধ্যমে এই অনুষ্ঠান সমাপ্তি হয়।